Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ

১। প্রশিক্ষনে অংশগ্রহণ করতে সাথে কি কি আনতে হবেঃ

ক) অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ, গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ভোটার আইডি কার্ডের ফটোকপি, চেয়ারম্যান সনদের ফটোকপি এবং নূন্যতম ৮ম শ্রেণি পাশের সনদের ফটোকপি। এবং সকল কারিগরি প্রশিক্ষণের জন্য ভোটার আইডি কার্ডের ফটোকপি, চেয়ারম্যান সনদের ফটোকপি, মৌলিক প্রশিক্ষণের ফটোকপি এবং নূন্যতম ৮ম শ্রেণি পাশের সনদের ফটোকপি/এসএসসি পাশ সনদের ফটোকপি।

খ) সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ এবং চারিত্রিক ও নাগরিকত্ব সার্টিফিকেট দাখিল করতে হয়। · প্রশিক্ষণকালীন প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে থাকা, খাওয়া, পোষাক-পরিচ্ছদ প্রদান করা হয়।

২। এই প্রশিক্ষণগুলোতে কোন ফি আছে?

এসব প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোন সদস্যের নিকট হতে কোন অর্থ গ্রহণ করা হয় না।

৩। প্রশিক্ষন শেষ করে আমি কোথায় কাজ করবো ?

ক) ভিডিপি সদস্যগণ যেহেতু স্বেচ্ছাসেবী সেহেতু তারা নিজ নিজ এলাকায় কাজ করবে।

 খ) সাধারণ আনসার প্রশিক্ষণ সাফল্যজনকভাবে সমাপ্তির পর দেশের বিভিন্ন সরকারী-বেসরকারী কেপিআই/গুরুত্বপূর্ণ সংস্থায় অংগীভূত হয়ে নিরাপত্তা বিধানের দায়িত্বপালন করে থাকে। · প্রশিক্ষণ গ্রহণকারী সদস্য/সদস্যাগণ দূর্গাপূজা, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের জন্য স্বল্পকালীন সময়ের জন্য অংগীভূত হয়ে থাকেন।

৪। আমি কতদিন সাধারন আনসারে চাকুরি করতে পারবো ?

চাকুরি হওয়ার পর ৩ বৎসর, এভাবে ৫৫ বছর পর্যন্ত।

৫। র্স্মাট র্কাড কি ?

র্স্মাট র্কাড হচ্ছে একধরনের প্রযুক্তিগুন সম্পন্ন র্কাড, এতে একজন আনসারের সকল চাকুরিগত তথ্য জমা থাকে।